suside attemtsডেস্ক নিউজঃ নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় কারাগারে থাকা র‌্যাব-১১-এর সদস্য ল্যান্স নায়েক বেলাল হোসেনকে গলা ও পেট কাটা অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

বেলাল নারায়নগঞ্জ কারাগারে বন্দী ছিলেন (হাজতি নম্বর ২৫৯৮৮/১৪)। সেখানেই তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
বেলালকে হাসপাতালের নাক কান ও গলা বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ওই বিভাগের চিকিৎসক আসিফ শনিবার বিকেলে নতুন বার্তা ডটকমকে
জানান, বেলালের শ্বাসনালী কেটে দুই ভাগ হয়ে গেছে। কৃত্রিম শ্বাসনালী যুক্ত করে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। তার পেটও কেটে গেছে। সার্জারি বিভাগ থেকে পেটে সেলাই দেয়ার পর ‘নাক কান ও গলা’ বিভাগে নেয়া হয়।
 
কারারক্ষী নুরুল আলম ও মনজুরুল আলমের পাহারায় বেলালের চিকিৎসা চলছে।
 
তারা জানান, নারায়নগঞ্জ কারাগার থেকে রক্তাক্ত অবস্থায় বেলালকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি আত্নহত্যার চেষ্টা করেছেন বলে ধারণা এ কারারক্ষীদের।
 
শুক্রবার দিবাগত রাত ১টা ৫০মিনিটে কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি করেছে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here