শনিবার  সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ বন্দি ভাটা শ্রমিককে উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ব্রজবাকসা বাজারে।

কলারোয়া থানার উপ-পুলিশ পরিদর্শক অমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, উপজেলার হেলাতলা হাওয়া ব্রিকস মালিক আঃ হক ও হাফিজুর রহমান তাদের  ইটভাটায় গত ৩দিন ধরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের ভাটা শ্রমিক মৃত. মুনছুর রহমানের পুত্র আবুল হোসেন (৪০), গোলাম খাঁর পুত্র আক্তারুজ্জামান (২৫), নুর ইসলামের পুত্র নুরুজ্জামান (২৫) ও মৃত কওছার আলী মোড়লের পুত্র হাফিজুর রহমান(২২)কে নির্যাতন চালিয়ে আটক করে রাখে। শুক্রবার গভীর রাতে পুলিশ সংবাদ পেয়ে উপজেলার ব্রজবাকসা বাজারের জনৈক সৈয়দ ঘোরামীর দোকান ঘরে তালা বদ্ধ অবস্থায় ওই শ্রমিকদের উদ্ধার করে।

এদিকে পুলিশে উদ্ধার হওয়া শ্রমিকরা জানায় গত সাড়ে ৩ মাস আগে ওই ভাটায় তাদের সরদার আনছার আলী ও রুহুল কুদ্দুস’র সহযোগিতায় দিন ৩ শত টাকা চুক্তিতে কাজ নেয়।

গত কিছু দিন পুর্বে তাদের সরদার ও ইটভাটা মালিকের সঙ্গে ঝগড়া হয়। পরে তাদের দুই সরদার কাজ ছেড়ে চলে যায়। এ ঘটনার কারনে ওই ভাটার মালিক তাদের গত ৩ দিন ধরে ব্রজবাকসা বাজারের একটি দোকানে কোন প্রকার খাদ্যে ছাড়াই তাদের আটকে তালা মেরে রাখে। এসময়ে ভাটা মালিক তাদের কাছ থেকে মোবাইল ছেটসহ টাকা পয়সা নিয়ে অমানুষিক নির্যাতন করে বলে তার অভিযোগ করে।

এদিকে কলারোয়া থানার অফিসার ইনচার্জ সুভাস চন্দ্র বিশ্বাস জানান মামলার এজাহার ভুক্ত সকল আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যে কোন সময় তাদের গ্রেপ্তার করা হবে। আসামীরা পালাতক রয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নাজমুল হক/সাতক্ষীরা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here