ঢাকা: বিসিবির নতুন সিদ্ধান্তে দেশের পক্ষে খেলতে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের নিষেধাজ্ঞা কমলেও দেশের বাইরের ঘরোয়া টুর্নামেন্টগুলোতে অংশ নেয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকায় চ্যাম্পিয়নস লিগ টোয়েন্টি-২০তে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) পক্ষে সাকিবের খেলা অনিশ্চিত হয়ে পড়লো।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবের সাসপেনশন তিন মাস কমিয়েছে। তবে ২০১৫ সাল পর্যন্ত তিনি দেশের বাইরের লিগগুলো খেলতে পারবেন না। এ পরিস্থিতিতে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে চ্যাম্পিয়নস লিগ টোয়েন্টি-২০তেও খেলতে পারবেন না সাকিব।

কারণ ওই লিগে খেলতে হলে বিসিবির কাছ থেকে নতুন করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে হবে সাকিবকে।

এদিকে এ পরিস্থিতিতে বিপদে পড়েছে কেকেআর। চ্যাম্পিয়নস লিগ টি-২০তে সাকিবের বদলে আইপিএলের বাইরের খেলোয়াড় নিতে পারবে না নাইট রাইডার্স। মূলত আইপিএলে খেলা ক্রিকেটাররাই এই টুর্নামেন্টে সুযোগ পেতে পারেন সাকিবের বদলে।

কলকাতা নাইট রাইডার্সের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর বলেন, এটা পরিষ্কার যে চ্যাম্পিয়নস লিগ টোয়েন্টি-২০ তে আমরা সাকিবকে পাচ্ছি না। সে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে আমরা বিসিবির সিদ্ধান্তকে সম্মান করি।

২০১৪ সালে হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাকিব আল হাসান ছিলেন কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ পারফরমার। ১৪৯.৩৪ স্ট্রাইক রেটে তিনি করেছিলেন ২২৭ রান। পাশাপাশি ৬.৬৮ গড়ে তিনি ১১ উইকেট পান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here