বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি সাইবার ক্রাইম প্রতিরোধে একটি বিশেষ দল গঠন করেছে।

বিটিআরসি বলছে, সাইবার জগতে সমাজ এবং দেশের বিরুদ্ধে কোন কর্মকান্ড হচ্ছে কিনা সেটা তারা নজরদারি করবেন।

১১ সদস্যের এই দলে বিভিন্ন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানকেও রাখা হয়েছে বলে বিটিআরসি জানিয়েছে।

সাইবার অপরাধ ঠেকানোর জন্য বিটিআরসির এই বিশেষ দলটির নাম দেয়া হয়েছে কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম।

বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ জানান, বিটিআরসির ভাইস-চেয়ারম্যানকে আহ্বায়ক করে বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এবং মোবাইল ফোন অপারেটরদের এবং সাইবার ক্যাফের প্রতিনিধিদের নিয়ে এ দলটি গঠন করা হয়েছে।

এ দলটি ইন্টারনেটের মাধ্যমে দেশ বা সমাজের বিরুদ্ধে কোন কর্মকান্ড হচ্ছে কিনা তা পর্যবেক্ষন করবে।

বাংলাদেশে পুলিশের গোয়েন্দা বাহিনী এবং বিশেষ বাহিনী র‍্যাবের মতো সংস্থাগুলির আলাদা সাইবার ক্রাইম ইউনিট রয়েছে। সাইবার অপরাধের ক্ষেত্রে তদন্ত এবং অপরাধীদের চিহ্নিত করার জন্য এ ইউনিটগুলো কাজ করে।

তবে বিটিআরসি থেকে বলা হচ্ছে এ দলটি সার্বক্ষণিকভাবে সমাজ এবং রাষ্ট্রবিরোধী অপরাধ হচ্ছে কিনা তা নজরদারি করবে।

বাংলাদেশে কিছুদিন আগে ঘটে যাওয়া একটি ব্যর্থ সামরিক অভ্যুথান প্রচেষ্টায় একটি জ্ঙ্গী দল ইন্টারনেটকে ব্যবহার করে প্রচারণা চালিয়েছিল বলে অভিযোগ করা হয়।

এর আগে আরেক ঘটনায় ফেসবুকে প্রধানমন্ত্রীর মৃত্যু কামনার অভিযোগে একজনের বিরুদ্ধে আদালত থেকে রুল জারি করা হয়। ফেসবুকে প্রধানমন্ত্রীর ব্যাঙ্গাত্মক ছবি প্রচারের অভিযোগে কিছুদিনের জন্য সাইটটি বন্ধও করে দেয়া হয়েছিল।

তবে বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ বলছেন, এই দলটি অপরাধ চিহ্নিত করবে কিন্তু কোন ওয়েবসাইট বন্ধ করার ক্ষমতা তাদের থাকবে না।

কোন সাইবার অপরাধ চিহ্নিত করা হলে অপরাধীকে প্রচলিত আইন অনুযায়ী বিচারের আওতায় আনা হবে বলে জানান মিস্টার আহমেদ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ডেস্ক রিপোর্ট

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here