ডেস্ক রিপোর্ট : : অসময়ের ঘন কুয়াশা উপেক্ষা করেই শত শত নৌকা নোঙর করেছে ইলিশ নিয়ে। সূর্য উঁকি দেয়ার আগেই রুপালি ইলিশে সয়লাব মাওয়ার আড়তগুলো। তবে সরবরাহ বেশি থাকায় ইলিশের দাম কম।

ছুটির দিনে ভোর থেকেই তাজা মাছের খোঁজে দূর-দূরান্ত থেকে আড়তে ছুটে আসেন ক্রেতারা। সপ্তাহ ব্যবধানে বড় ইলিশ এখন সাড়ে ৮০০-৯৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর ৭০০ গ্রাম-৮০০ গ্রামের ইলিশ কেনা যাচ্ছে ৬০০-৭০০ টাকায়।

এক বিক্রেতা বলেন, ‘এখন পর্যাপ্ত পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে যার কারণে দাম কমেছে। প্রতিদিন অনেক দূর-দূরান্ত থেকে মানুষ এখানে ইলিশ কিনতে আসে।’

৩০ জুন পর্যন্ত ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। তবে এরপরও কারেন্ট জাল দিয়ে জাটকা নিধন হচ্ছে।

ইলিশের এই হাটে ২৯টি আড়ত রয়েছে। আর জেলায় নিবন্ধিত জেলে আছেন এক হাজার ৬৪ জন ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here