প্রধান বিরোধী দল বিএনপি’র সাথে সমমনা দশটি রাজনৈতিক দলের বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন ও সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় সুত্রে জানা গেছে, রাত আটটায় গুলশান কার্যালয়ে এলডিপি চেয়ারম্যান কর্নেল অব. অলি আহমদসহ সমমনা ১০টি দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রবিবার রাতে বৈঠক করবেন।

এ বিষয়ে জানতে চাইলে রোববার সকালে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেন, সরকারবিরোধী আন্দোলন কর্মসূচি ও জোট সম্প্রসারণই হবে বৈঠকের মূল আলোচ্য বিষয়।

তিনি বলেন, “এলডিপি চেয়ারম্যান কর্নেল অলির সঙ্গে খালেদা জিয়া আলাদা বৈঠক করবেন। তবে অন্য আটটি দল ও কল্যাণ পার্টির চেয়ারম্যান সমমনা দলগুলোর মধ্যে থাকবেন।

শফিউল আলম প্রধান জানান, বৈঠকে তার দল জাগপার মহাসচিব খন্দকার লুৎফর রহমান, এনপিপি’র সভাপতি শেখ শওকত হোসেন নীলু, মহাসচিব অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি, মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, মুসলিম লীগের নির্বাহী সভাপতি এ এইচ এম কামরুজ্জামান, মহাসচিব আতিকুল ইসলাম, ইসলামিক পার্টির অ্যাডভোকেট আবদুল মোবিন, মহাসচিব আবদুর রশীদ প্রধান, ন্যাপ ভাসানীর শেখ আনোয়ারুল হক, মহাসচিব হাসরত খান ভাসানী, এনডিপির খন্দকার গোলাম মোর্তুজা, মহাসচিব আলমগীর মজুমদার,

কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের উপস্থিত থাকার কথা রয়েছে।
চারদলীয় ঐক্যজোটের নেতাদের সঙ্গে গত ৮ ডিসেম্বর বৈঠক করেন খালেদা জিয়া। ওই বৈঠকে লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এছাড়া সমমনাদের জোটে নেয়ার ব্যাপারেও আলোচনা হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here