image_159900_0ঢাকা: বাংলাদেশে কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

সোমবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তারানা বলেন, সাম্প্রদায়িক সম্প্রিতির বাংলাদেশে গুলশানের রেস্তোরাঁর হামলার মতো সন্ত্রাসী হামলা মানসিকভাবে আমাদের বিপর্যস্ত করেছে।

তিনি বলেন, মুসলমান হিন্দু বৌধ খ্রিস্টান আমরা সবাইকে ভালোবাসি। সাম্প্রদায়িক সম্প্রতির এই দেশে এ ধরনের সন্ত্রাসী হামলা মানসিকভাবে আমাদের বিপর্যস্ত করেছে। তবে এটা ঠিক শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিশ্বাস করে বাংলাদেশে কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না। সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা সব বাংলাদেশি মানুষের পাশে আছি, আমরা পাশে থাকব।

আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিরা গত শুক্রবার রাতের বিভিন্ন সময় তিন বাংলাদেশিসহ ২০ জন জিম্মিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক। এর মধ্যে জাপান সরকার তাদের সাত নাগরিকের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। ইতালির নাগরিক নিহত হয়েছেন নয়জন। একজন ভারতীয় নাগরিক। শুক্রবার রাতে অভিযান চালাতে গিয়ে মারা গেছেন পুলিশের দুই কর্মকর্তা। আর শনিবার সকালে অভিযানে মারা গেছে ছয় সন্ত্রাসী। গ্রেফতার হয়েছে একজন। অভিযানে একজন জাপানি, দুজন শ্রীলঙ্কান ও ১০ জন বাংলাদেশিসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here