স্টাফ রিপোর্টার:: প্রচণ্ড জীবনী শক্তিতে ভরপুর কচি এক প্রাণ মির্জা মোহাম্মদ ইয়াকিন। বাবা মায়ের একমাত্র ছেলে। বয়স ২ বছর ২ মাস।

গত ৭ জানুয়ারি হঠাৎ করেই জ্বর ওঠে ইয়াকিনের। আবহাওয়া পরিবর্তনের জন্যে এমন হচ্ছে ভেবে তার বাবা মা জ্বরের স্বাভাবিক চিকিৎসা চালাতে থাকে ২-৩ দিন। কিন্তু সেই জ্বর ১০৩-১০৪ ডিগ্রির নিচে যেন কিছুতেই নামতে চায় না। তাই ইয়াকিনকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। ডাক্তারের পরামর্শে বিভিন্ন টেস্ট করে জানা যায়, মরণব্যধী ক্যানসারে আক্রান্ত হয়েছে সে।

এরপর ইয়াকিনকে নেওয়া হয় ঢাকা শিশু হাসপাতালে। সেখানে Bone Marrow Report অনুযায়ী রোগটার নাম বলা হয় ‘Acute lymphoblastic leukemia বা ALL যা বর্তমানে স্টেজ ২ এ আছে।

সঠিক চিকিৎসা পেলে বয়স কম হবার কারণে খুব শীঘ্রই সুস্থ হয়ে যেতে পারে বলেও জানালেন কর্তব্যরত চিকিৎসক। তবে প্রয়োজন বড় অংকের টাকা, যার পরিমাণ ৪০ লাখ। ইয়াকিনের পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই পরিবারের পক্ষ থেকে চাওয়া হয়েছে আর্থিক সাহায্য।

সাহায্য পাঠানোর ঠিকানা:
Md.Mizanur Rahman.
A/c : 110-103-13427
Dutch-Bangla Bank.(Dhanmondi Branch)
Dhaka

বিকাশ নাম্বার : 01711-115327

যোগাযোগ:

মিতুল রহমান: ০১৭১১১১৫৩২৭ (ইয়াকিনের চাচা)

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here