তোফায়েল আহমেদখোরশেদ আলম বাবুল, শরীয়তপুর প্রতিনিধি :: বানিজ্যমন্ত্রী ও আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, ডা. কমাল হোসেনরা প্রধানমন্ত্রীর সাথে সংলাপ করতে চিঠি দিয়েছে। আমাদের নেত্রী বলেছেন ওরা যেহেতু সংলাপ চাচ্ছে সংলাপ হবে। তাই আগামী ১ নভেম্বর গণভবনে সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপ অনুষ্ঠিত হবে তাই বেশী কথা বলতে চাইনা। নির্বাচন সংবিধানের বাহিরে হবেনা। গণতান্ত্রিক সকল দেশের ন্যায় বাংলাদেশেও সরকার ও সংসদ বহাল রেখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। যেমন ভারত সহ বিভিন্ন গণতান্ত্রিক দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।

৩০ অক্টোবর মঙ্গলবার শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার পূর্ব মাদারীপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। দেশের রাজস্ব আয় বৃদ্ধি পায়। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মত বৃহত উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়। এই পদ্মা সেতুর ৬০ ভাগ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ২০১৯ সালে সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল করবে। তখন দক্ষিন বাংলা সিঙ্গাপুরের মতো উন্নত দেশে পরিনত হবে। বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশে অস্থিরতা সৃষ্টি হবে। তারা ২০১৪ সালে নির্বাচন বানচালের নামে আগুন সন্ত্রাসের মাধ্যমে পুলিশসহ সাধারণ মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছে। শিক্ষা প্রতিষ্ঠান ও যানবাহন পুড়িয়ে দিয়েছে। সফল হতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কঠোর হস্তে দমন করেছে।

তিনি বিএনপির সমলোচনা করে বলেন এ দলটি এখন নেতৃত্বহীন দলে পরিনত হয়েছে। দলের প্রধান সাঁজাপ্রাপ্ত হয়ে জেলে আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গ্রেনেড হামলার মত জঘন্য অপরাধের মামলায় সাঁজা প্রাপ্ত হয়ে পালিয়ে বেড়াচ্ছে। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের জন্য আহবান জানান।

তিনি শরীয়তপুরের উন্নয়ন কাজের বর্ননা দিয়ে বলেন, আপনাদের সকল উন্নয়ন কাজ নাহিম রাজ্জাক করেছে। বাকী যা কাজ রয়েছে আগামীতে নাহিম রাজ্জাকই সম্পন্ন করবে। কারণ ওর নামের সাথে জড়িয়ে আছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধু মুজিবের আদর্শের আব্দুর রাজ্জাকের সন্তান নাহিম রাজ্জাকের নাম। নাহিম রাজ্জাককে আপনাদের হাতে দিয়ে গেলাম। ওকে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে আরো বড় করে তুলবেন।

জেলা প্রশাসক কাজী আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া, বিশিস্ট ব্যবসায়ী খাজা মজিবুল হক, ডামুড্যা উপজেলা আওয়ামীলীগ পরিষদ সদস্য খালেদুর রহমান সিকদার, চৌধুরী মহিবুবর রহমান বাবু, ডামুড্যা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাস্টার কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাবলু সিকদার, ভেদরগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বেপারী, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আব্দুল মান্নান হাওলাদার, গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাজাহান সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ শাজাহান সহ শরীয়তপুর-৩ আসনের সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ।

মন্ত্রী ডামুড্যা উপজেলার পূর্ব মাদারীপুর সরকারি কলেজের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, ডামুড্যা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন, আলহাজ্ব আব্দুর রাজ্জাক টেকনিক্যাল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন ও ডামুড্যা পৌরসভার তিন তলা প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here