সংযুক্তা সাহা

একটা আমি

-সংযুক্তা সাহা

এই জোড়া তালির জীবনে যতটুকু জোড়া,
বাকী তার পুরোটাই তালি!
কোনোরকমে কাজ চালানোর তাগিদে চলছে, তোমার আমার ঘরবাড়ি গুলি।

দেখছো তুমি কি সুন্দর, ভাবছো তুমি সেই!
ভালোবাসার অভিনয়ে নাম্বার কতো দেই?
এফ বি তে সে বড্ড দেমাগি, ইনস্টাগ্রামে হট
যা দেখচ্ছো সত্যি হলে, খুলতো ধাঁধার জট।

সত্যিকারের চাওয়া তুমি বলতে নাই পারো
মিথ্যে দিয়ে সুন্দর করে ঘর সাজাবে আরো!
মন পড়ে রয় তার স্বপ্নে যে তোমায় ছুঁয়েছে,
বলোতো সত্যিই কেউ কি তোমায় পেয়েছে?

মান অভিমানে মেয়েকে মানায় ভালো
যার জন্য অভিমান সে ষোলোআনাই কালো।
হৃদয় ঝর্ণা আজ নিরবে রুক্ষ শুকিয়ে
তোমার স্পর্শেই বয়ে যাবে সে লুকিয়ে।

ও সব তোমায় মানায় না সোনা
তুমি এক অন্য জগতের সুতোয় বোনা।
ভেঙে ফেলো তোমার মিথ্যে আশা,
শেষ বিকেলের রক্তিম ভালোবাসা।

তোমার না আজ কতো কাজ ?
মিথ্যে মিথ্যে কি সব ভাবছো আজ !
হারিয়ে গেলে খুঁজবে না তোমায় কেউ,
জীবন সমুদ্রে এ ছিলো একটা মাত্র ঢেউ।

 

 

 

লেখক: সিনিয়র কপি রাইটার, থ্রি হুইলারস লিমিটেড।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here