মাত্র ২ টাকার জন্য শ্রীমঙ্গলে প্রান হারালো এক রিক্সা চালক। ৮ টাকার স্থলে ২ টাকা বেশী চাওয়ার অপরাধে ক্ষিপ্ত জনৈক লন্ডন প্রবাসী রিক্সা যাত্রীর ঘুষিতে প্রচন্ড আঘাত পেয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রান হারায় রিক্সা চালক দিয়ারি মিয়া(৪০)। ঘটনাটি ঘটেছে গত রবিবার ১১ ডিসেম্বর সকাল ১১টায় শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশন এলাকায়। ঘটনাটি ধামাচাঁপা দেয়ার চেষ্টা হলেও গতকাল নিহত দিয়ারীর স্ত্রী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়েরের পর বিষয়টি জানাজানি হয়।

প্রত্যক্ষদর্শী ও শ্রীমঙ্গল থানার মামলা সূত্রে জানা যায়, গত রবিবার ১১ ডিসেম্বর সকাল ১১টায় শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশন নেমে রিক্সা যাত্রী লন্ডন প্রবাসী দিনাজ মিয়া(৩০) চালককে ভাড়া কত জানতে চান। উত্তরে চালক দিয়ারী মিয়া(৪০) ১০ টাকা দাবী করলে যাত্রী দিনাজ ২ টাকা অতিরিক্ত কেন চাইল সে কারনে ক্ষিপ্ত হয়ে চালকের মুখে প্রচন্ড জোরে ঘুষি মারলে চালক মাটিতে লুটিয়ে পরে। মুমূর্ষ অবস্থায় এলাকাবাসী তাকে শ্রীমঙ্গল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারের পরমর্শে তাকে মৌলভীবাজার হাসপাতাল পরে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রচন্ড আঘাত ও রক্ত ক্ষরণের ফলে পরদিন ১২ ডিসেম্বর রিক্সা চালক দিয়ারী মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন। মামলার সুত্রে জানা যায়, বালাগঞ্জ উপজেলার পৈলনপুর গ্রামের লন্ডন প্রবাসী দিনাজ মিয়া শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোডস্থ বিলাস বহুল সুফিয়া কমপ্লেক্সের মালিকের ভাই। এবং পরিবারের একমাত্র উপার্জনকারী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের দিয়ারী মিয়া বর্তমানে শ্রীমঙ্গলের বিরাইমপুর এলাকায় স্বপরিবারে বসবাস করতেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাওছার ইকবাল/শ্রীমঙ্গল

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here