ঢাকা: খেলা শেষ হওয়া মাত্র ৩০ সেকেন্ড আগে গোল করে দলকে সমতায় ফেরালেও দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় ঠেকাতে পারলো না রোনালদো বাহিনী। পর্তুগাল এবং যুক্তরাষ্ট্রের ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে।

এখন এ গ্রুপের সমীকরণটা অনেকটা পরিস্কার। আজকের ম্যাচের ড্রয়ের পর শীর্ষ ১৬তে যাওয়া অনেকটা নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র।

খেলার প্রথমার্ধে পর্তুগাল ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও ৬৪ ও ৮১ মিনিটের মাথায় জোন্স এবং ডেম্পশের গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।

কিন্তু খেলা শেষ হওয়ার ঠিক ৩০ সেকেন্ড আগে বদলি খেলোয়াড় সিলভাস্তে ভেরেলার গোলে সমতায় ফেরে পর্তুগাল।

এর আগে খেলার ৬৪ মিনিটের মাথায় যুক্তরাষ্ট্রের জারমাইনে জোন্সের আকম্মিক শটে বল জালে জড়ায় পর্তুগিজদের। এরপর ৮১ মিনিটে দলীয় অধিনায়ক ডেম্পশের গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।

‘জি’ গ্রুপের নিজেরে দ্বিতীয় খেলায় যুক্তরাষ্ট্রের ২-২ গোলে ড্র করে পর্তুগারের সঙ্গে। ড্রয়ের ফলে বিশ্বকাপ মিশনের শেষ ঘণ্টা বেজে গেলো রোনালদো বাহিনী।
খেলা শুরুর ৫ মিনিটের মাথায় নানির গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রোনালদো বাহিনী। এরপর আক্রমণ পাল্টা আক্রমণ কয়েকবার চলে।

প্রথমার্ধের ১৩ মিনিটে ক্লিন্ট ডেম্পশের শট গোল পোস্টের সামান্য উপর দিয়ে যাওয়ায় কোনো বিপদ ঘটেনি।

তবে খেলার ২৭ মিনিটে ডেম্পশের ডান পায়ের আরেকটি শট অনেকটা বিপদ হওয়ার মতো  ছিলো।

যুক্তরাষ্ট্রের গোলরক্ষক অত্যন্ত দক্ষতার সঙ্গে নানিন একটি শট হালকা হাতের ছোঁয়ায় বাইরে পাঠিয়ে না দিলে ২-০ গোল এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করতো পারতো পর্তুগাল।

দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে গোল পরিশোধ করে দলকে সমতায় নিজেদের অস্তিত্ব রক্ষায় মরিয়া হয়ে নতুন রণ কৌশলে মাঠে নেমেছে পর্তুগাল।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগাল ৪-০ হেরে যায় জার্মানির কাছে। অন্যদিকে ঘানাকে ২-১ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার ভোর ৪টায় ব্রাজিলের মানাউস শহরের এরিনা অ্যামাজোনিয়া মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here