hospital_12বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কার্যালয়ে হামলার ঘটনায় ভবনের কেয়ারটেকার শরিফুল ইসলাম শরিফকে আটক করেছে পুলিশ। ঘটনার পর বিকেল সাড়ে ৪টার দিকে জিজ্ঞাসাবাদ করতে তাকে আটক করে পুলিশ।

মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জানে আলম মুন্সি জানান, হামলার ঘটনায় সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য বাসার কেয়ারটেকার শরিফুল ইসলাম শরিফকে আটক করা হয়েছে।
পাশের ভবনের সেনেটারি ও ইলেক্ট্রিক মিস্ত্রী আল আমিন জানান, খবর পেয়ে তিনিও ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্তু কাউকে পালাতে দেখেন নি।

তিনি আরো বলেন, এই ভবনের মালিক দুই সহোদর। আজহার হোসেনের ফ্লাটে ঘটনাটি ঘটে। ভবনটি ভাড়া দিয়ে তিনি রাজধানীর উত্তরায় থাকেন।

উল্লেখ্য, লালমাটিয়াস্থ সি ব্লকের ৮/১৩ নং পাঁচতলা ভবনের চারতলায় শুদ্ধস্বরের কার্যালয়। শনিবার দুপুর আড়াইটার দিকে শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ের পাঁচজনকে  কুপিয়ে ও গুলি করে যখম করে দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here