আ হ ম ফয়সল, ঢাকা

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. মোদাচ্ছের আলীর সাথে সাক্ষাত করে জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ‘চাইল্ড পার্লামেন্ট’ এর সদস্যরা শিশুদের জন্য একটি পৃথক মন্ত্রণালয় গঠনের দাবী করেছেন। সোমবার (১৯ ডিসেম্বর) তেজগাঁওস’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলরুমে উপদেষ্টার সাথে চাইল্ড পার্লামেন্ট এর সদস্যদের এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে তারা এ দাবী তুলে ধরেন। অনুষ্ঠানে
স্বাস্থ্য উপদেষ্টা চাইল্ড পার্লামেন্ট প্রতিনিধিদের বিভিন্ন সুপারিশ মনযোগ সহকারে শুনেন এবং সুপারিশগুলো সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে বলে সকলকে আশ্বস্ত করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ‘চাইল্ড পার্লামেন্ট’ এর স্পিকার শাহরিয়ার সিফাত, সদস্য রাজু আহমেদ, নার্গিস আক্তার, ত্রয়া চাকমা, অনিকা বুশরা প্রমূখ।

অনুষ্ঠানে
স্বাস্থ্য উপদেষ্টা ডা. মোদাচ্ছের আলী বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। চাইল্ড পার্লামেন্ট দেশে একটি শিশু বান্ধব পরিবেশ তৈরীতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। শিশু বিষয়ক মন্ত্রণায় ও শিশু অধিকার কমিশন গঠনের প্রস্তাবটি সরকার বিবেচনা করে দেখবে। বর্তমান সরকার ক্ষমতায় বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। আমাদের ছোট বড় সকলকে দায়িত্ব নিয়ে স্ব-স্ব কাজ করতে হবে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য চাকরির নিশ্চয়তা বিধান করেছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশু
স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সরকার কাজ করছে

উল্লেখ্য, ১৮ ডিসেম্বর রবিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশন, প্লান বাংলাদেশ এবং সেভ দি চিলড্রেন এর সহযোগিতায় ‘স্বাস্থ্যসেবা ও সুশাসন’ বিষয়ক চাইল্ড পার্লামেন্ট’র নবম অধিবেশন অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here