ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

“মিউজিক অফ বেঙ্গল” এর ব্যানারে শিল্পী কামাল আহমেদ ও তানজিনা করিম স্মরলিপির যুগল কন্ঠে গাওয়া গানের মিউজিক ভিডিও “ধন্য জীবন” প্রকাশিত হলো। গত ১২ অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দ তারিখে “মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এই প্রকাশনা সম্পন্ন করা হয়।

মিউজিক ভিডিওর গানটির কথা লিখেছেন শাফাৎ খৈয়াম, সুর ও সঙ্গীত পরিচালনায় অশোক পাল, চিত্রগ্রহণ এবং ভিডিও নির্দেশনায় জামিউর রহমান লেমন। “তুমি পাশে আছো বলে” গানটি নিয়ে মিউজিক ভিডিও “ধন্য জীবন” নির্মাণ করা
হয়েছে। গানটি নেওয়া হয়েছে কামাল আহমেদ ও সহশিল্পীদের গাওয়া দ্বৈত কন্ঠে গানের অডিও এ্যালবাম “নীল সমুদ্র” হতে। এই এ্যালবামে শিল্পী কামাল আহমেদ ও সহশিল্পীবৃন্দের ১৪ (চৌদ্দ)টি গান রয়েছে। গানগুলো হলো :

“আমার চোখে নীল সমুদ্র” গীতিকার: মুনশী ওয়াদুদ, সুরকার: বিশ্বজিৎ সরকার এবং সহশিল্পী সামিনা চৌধুরী
“ রঙিন সন্ধ্যা গুলো” গীতিকার: জাহাঙ্গীর রানা, সুরকার: আনিসুর রহমান তনু এবং সহশিল্পী রুমানা ইসলাম
“এই রাত এই জোছনায়” গীতিকার: সুমনা হক, সুরকার: আনিসুর রহমান তনু এবং সহশিল্পী এলিটা করিম
“দুটি মন কাছে আসে” গীতিকার: ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুরকার: নকিব খান এবং সহশিল্পী প্রিয়াংকা বিশ্বাস
“অভিমান ভরা এই ভালোবাসা” গীতিকার : মুনশী ওয়াদুদ, সুরকার: ফরিদ আহমেদ এবং সহশিল্পী মৌটুসী
“যদি পাশে না থাকো” গীতিকার: ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুরকার: ফুয়াদ নাসের এবং সহশিল্পী হৈমন্তি রক্ষিত দাস
“এখনো সেই কৃষ্ণচূড়ার ডাল” গীতিকার: ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুরকার: ফরিদ আহমেদ এবং সহশিল্পী চম্পা বনিক
“হয়তো কোথাও ফুটেছে হাসনাহেনা” গীতিকার: নজরুল ইসলাম বাবু, সুরকার: আনিসুর রহমান তনু এবং সহশিল্পী ইয়াসমীন মুশতারী
“কোন নিঝুম রাতে” গীতিকার: ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুরকার: ইবনে রাজন এবং সহশিল্পী আফসানা রুনা
“তুমি পাশে আছো বলে” গীতিকার: শাফাৎ খৈয়াম, সুরকার: অশোক পাল এবং সহশিল্পী তানজিনা করিম স্মরলিপি
“তুমি যখন পাশে থাকো” গীতিকার: শাফাৎ খৈয়াম, সুরকার: শেখ সাদী খান এবং সহশিল্পী সুমনা বর্ধণ
“আমার ভালোবাসার স্বপ্ন যেন” গীতিকার: অচিন্ত্যকুমার ভৌমিক, সুরকার: বিশ্বজিৎ সরকার এবং সহশিল্পী অনুপমা মুক্তি
“ভালোবাসি বলেছ তুমি” গীতিকার: মুনশী ওয়াদুদ, সুরকার: ফুয়াদ নাসের এবং সহশিল্পী প্রিয়াংকা বিশ্বাস
“চুপি চুপি কাছে এসো” গীতিকার: আলাউদ্দিন আহমেদ, সুরকার: উজ্জল সিনহা এবং সহশিল্পী রুখসানা মুমতাজ

গানের সুন্দরকে সঙ্গে নিয়ে কামাল আহমেদ সাধনা করে চলেছেন। বিশুদ্ধ গান তাকে টানে এবং তার মনে ভালোলাগার জোয়ার আনে। সেই ভালোলাগা থেকেই একে একে তার ২০টি এ্যালবাম প্রকাশিত হয়েছে। এ্যালবামগুলো হলো :

০১. সাদা মেঘের ভেলা (রবীন্দ্রসঙ্গীত) (২০০৭) ০২. নানা রঙের দিনগুলি (রবীন্দ্রসঙ্গীত) (২০০৮) ০৩. পথ চাওয়াতেই আনন্দ (রবীন্দ্রসঙ্গীত) (২০০৯) ০৪. ফাল্গুনের দিনে (রবীন্দ্রসঙ্গীত) (২০১০) ০৫. নিঃশব্দ চরনে ( মিক্সড এ্যালবাম-রবীন্দ্রসঙ্গীত) (২০১১) ০৬. গোধূলি ( হারানো দিনের গান) (২০১২) ০৭. কান পেতে রই (রবীন্দ্রসঙ্গীত) (২০১৩) ০৮. বেঁধেছি আমার প্রাণ (রবীন্দ্রসঙ্গীত) (২০১৪) ০৯. ভরা থাক স্মৃতিসুধায় (রবীন্দ্রসঙ্গীত) (২০১৫) ১০. অধরা (আধুনিক গান) (২০১৬) ১১. গানের তরী ( তিন কবির গান) (২০১৬) ১২. বালুকা বেলায় ( হারানো দিনের গান) (২০১৬) ১৩. নিদ্রাহারা রাতের গান (রবীন্দ্রসঙ্গীত) (২০১৬) ১৪. দূরের বন্ধু (রবীন্দ্রসঙ্গীত) (২০১৬) ১৫. একুশের স্বরলিপি (মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গান) (২০১৯) ১৬. নীল সমুদ্র (দ্বৈতকন্ঠে আধুনিক গান) (২০২০) ১৭. মহাকাব্যের কবি (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত গান) (২০২০) ১৮. মহাকবি (বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি) (২০২০) ১৯. প্রথম প্রেম (রবীন্দ্রসঙ্গীত) (২০২১) ২০. তোমার
অসীমে (রবীন্দ্রসঙ্গীত) (২০২১)।

শিল্পী কামাল আহমেদ তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ ৭ (সাত) টি জাতীয় ও আর্ন্তজাতিক পদক
লাভ করেন:

০১. সার্ক ক্যালচারাল সোসাইটি এ্যাওয়ার্ড (২০১০)
০২. বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন এ্যাওয়ার্ড (২০১৫)
০৩. অদ্বৈত মল্লবর্মণ এ্যাওয়ার্ড, মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়, ভারত (২০১৭)
০৪. বীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত এ্যাওয়ার্ড, আগরতলা, ত্রিপুরা, ভারত (২০১৭)
০৫. ফোবানা এ্যাওয়ার্ড, কানাডা (২০১৭)
০৬. রাজশাহী বেতার শিল্পী সংস্থা সম্মাননা (২০১৮)
০৭. জাতীয় রবীন্দ্র গবেষণা ও চর্চা কেন্দ্র সম্মাননা (২০১৯)

সত্যিই গান হয়ে আছে তাঁর প্রাণ। সঙ্গীতময় জীবনে তিনিও সবার শুভকামনা চান, চান সঙ্গীত – ভরা জীবনের সুন্দর একটা জয়। যে সঙ্গীত সুন্দরের কথা বলে – সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভিত। শিল্পী কামাল আহমেদের গাওয়া গানের মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়ুক সবার মনে ও মননে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here