মামুনূর রহমান হৃদয়:: অতিসত্ত্বর স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি দেশের সকল প্রতিষ্ঠান যদি স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে তাহলে আমরা শিক্ষার্থীরাও স্বাস্থ্যবিধি মেনে চলতে পারব।

সোমবার (২৪ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন চালিয়ে যাওয়ার সময় এসব কথা তুলে ধরেন তারা ।

শিক্ষার্থীরা বলেন , দীর্ঘ দিন যাবত ক্যাম্পাস বন্ধ থাকায় সেশনজট, পারিবারিক সমস্যা , মানসিক চাপ ও অন্যান্য নানা জটিলতায় ভুগছেন তারা। এমতাবস্থায় স্বাস্থ্যবিধি মেনে শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক ।

শিক্ষার্থীরা আরো বলেন , দীর্ঘ দিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে আমাদের শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনলাইন ক্লাস শিক্ষার সঠিক মান ধরে রাখতে পারছে না বিধায় পড়াশোনায় অনীহা দেখা দিচ্ছে। যদি গার্মেন্টস, কল-কারখানা সবকিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে তাহলে আমরা শিক্ষার্থীরা-ও পারব। শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দেওয়া হলে অন্যথায় কঠোর আন্দোলে যাবেন বলে জানান মানববন্ধনরত শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সব  স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here