স্টাফ রিপোর্টার :: আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১২৮ ফ্লাইট তল্লাশি করে ১৭ কেজি ৪৯৬ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য ৯ কোটি ৯৬ লাখ টাকা।

কাস্টম গোয়েন্দা মহাপরিচালক ড. মো. আবদুর রউফ জানান উদ্ধারকৃত স্বর্ণের বারের সংখ্যা ১৫০টি।

বাংলাদেশ বিমানের বিজি-১২৮ ফ্লাইটটি সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটিতে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা, চট্টগ্রাম কাস্টমস হাউজ ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার

শুল্ক গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক নুর নাহার লিলি জানান, বাংলাদেশ বিমানের ফ্লাইটটিতে তল্লাশিকালে ১৮ এফ সিট ও ২৬ এ সিটের গদির নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়। স্বর্ণের বারগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। কোনো যাত্রীকে আটক করা সম্ভব হয়নি। স্বর্ণ উদ্ধারের এই ঘটনায় কাস্টমস আইন ১৯৬৯ অনুসারে বিভাগীয় মামলা ও একটি ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here