শামসুদ্দিন হীরা

তোমায় দেখি প্রেমিকচোখে প্রিয়ার বেশে
শামসুদ্দিন হীরা

এযে আমার ৭১’র বুকের পাঁজর
আমি তোমায় ভালবাসি মায়ের মতো
আমি তোমায় এমন দেখি,
পাখ পাখালী নদীর মতোন।
যেমন দেখে ঘাস ফড়িংরা শস্যদানায়,
খুব সকালে তোপধ্বণি সূর্যসেনায়।
আগারগাঁও এর সেই ঠিকানায়,
খোঁজ নিয়ে যায় দমকা হাওয়ায়।
ঘোর আধাঁর চাঁদ জ্যোস্নায়,
আমি তোমায় সন্ধে দেখি,
মন্দে দেখি,ইট পাথরের খাঁজে দেখি।
ঈদে দেখি পূজায় দেখি,
প্রেমিক চোখে প্রিয়ার বেশে,
সুবিধা ভোগীর খেয়াল বশে।
আদিম রসের দগদগে নয়-
একটু কোমল, একটু প্রলয়।
যেমন দেখা বজ্রআলো মেঘের চোখে।
আমি তোমায় তেমন দেখি;
পথের ধুলো মিছিল যেমন -আগলে রাখে।
দুখি মায়ে নিশি রাতে গুমড়ে কাঁদে।
লাল সবুজের পতাকা আজ উড়ছে দেখো।
এই তো আমার জন্মভুমির বুকের পাঁজর!
হাড়ের মধ্যে,শিরার মধ্যে কেন নাচন?
এমন তরের স্বপ্ন দেখছে মুক্তিসেনা!
আমি তোমায় আগলে রাখবো আপন করে,
যেমন রাখে প্রেমিক যুগল গোলাপটারে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here