রোমাঞ্চিত ধণ্যতা
-শামসুদ্দিন হীরা

বসন্ত শেষে গ্রীস্ম আলাপ।
গ্রীষ্মদহন চাতক যাপন।
আম্রকানন শুকনো পুকুর,
চড়া রৌদ্দুর আগুনভেজা
উপোসী মাঠ বিভেদ রেখা।
পুঞ্জ মেঘে গগন কালা।
প্রথম হাওয়া আকাশছোঁয়া,
রোমাঞ্চিত মন পুলক নয়ন।
কৃষ্ণচূড়া পলাশ রাঙা।
কৃষ্ণচূড়ার মনটি সজীব
যেমন নতুন পাতা।
কৃষ্ণচূড়া খুলে দিল
মনের রঙীন খাতা।
বসন্ত যায় গ্রীষ্ম আসে
বোশেখ শুধু মুচকি হাসে।
শীতল মেঘে শিশির কণা।
গগনে মেঘে নিকষ হাওয়া
নিঃস্ব বুকে শূন্য মনে,
প্রলয় শেষে বৃষ্টি নামা।
প্রখর তেজে বোশেখ এলো,
কোকিল তখন চাইল ছুটি
পলাশ ঝরে পড়ল লুটি
বোশেখ ঝড়ে কালো আকাশ
পাতা তো নয় জলেই প্রকাশ
অতীত দিনের স্মতির আকাশ
হাল খাতাতে বাধঁবে নিকাশ
আজ বাদে কাল জল কাদাতে
ঝড় উড়বে, চাল পড়বে লুটে
নিঃস্ব বুড়ির ঝড়ের টোকা
বাইরে যাওয়ার রাস্তা খোঁড়া
উন্নয়নের দারুন গতি
এসব বলা ভীষণ সহজ
প্রকাশ করা একটু জটিল
সিটিং বাসে চিটিং করে
উন্নয়নে বর্ষা নামে
গাড়ী লোকাল করছে বলেই
রাস্তাতে ভিড় একটু বেশি
এখন আমার বোশেখ ফাগুন
রাস্তা খুঁড়ুক আগুন লাগুক
বোশেখ তুমি ভাবতে শেখাও
মেঘ গগনে নামতে শেখাও
প্রণয় রাগে জড়িয়ে ধরা,
বৃষ্টি নিবিড় আবেগঘন
সব অভিযোগ খাতায় তোলা।

 

লেখকের ইমেইল: hirashamsuddin@yahoo.com

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here