পাইনের বনে ক্ষোভ
শামসুদ্দিন হীরা

ঝর্ণার স্রোতে গড়িয়ে শোকে
ভয়ার্ত নীরবতা
তরতাজা যুবক খুনে খুনে লাল
থেমেছে স্পন্দন
চারদিকে আজ গুমোট আধাঁরে
ঝড়ের কুলক্ষণ
ক্ষীণ আলো আধাঁর ছড়িয়ে
সামরিক গাড়িগুলো বেপরোয়া আওয়াজ
উচ্ছল যুবতিরা অনাগত ভাবনায় অসার
শিশুরা কান্না ভুলে মায়ের বুকে মুখ লুকিয়ে
টগবকে যুবক প্রচন্ড আক্রোশে ফুসছে
বৃদ্ধা বাবার অস্থির চৈতন্য ঘরময় পায়চারি
সমান তালে হানাদারের বুটের গটগট তাল
ক্রমশ জনশূণ্য রাজপথ, জরুরী হর্ন আর
উপত্যকা থেকে ভেসে আসে ধূর্ত শেয়ালের ডাক
রাজ্যময় সারমেয়যুগদের পৈচাশিক উল্লাস
যোগ দেয় হাস্যকর গণতন্ত্রের চেলাচামুন্ডারা
এপাড়েও উৎসবে মাতে প্রতিবিম্ব বন্ধুজন
সাধ্যকার তাদের নিরপেক্ষতার প্রশ্ন তোলার
তাদের ঔদ্ধত্য ধারা কাবেরী নদী হয় পদ্মায় গড়ায়
দিবানিদ্রায় নষ্ট কবি ও সু্শীল নামের ‘মানুষেরা’
গুড়িয়ে যাচ্ছে বসতচিহ্ন পুড়ছে জমানো স্মৃতি
সুতোর বুননে সুতোর কারুকাজ শতরঞ্চিতে ছোপ
দুর পাহাড়ে ধোঁয়ার কন্ডুলি পাইনের বনে ক্ষোভ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here