ঢাকা : চলতি মাসের ১৩ তারিখ মুক্তি পেতে যাচ্ছে সানি লিওন অভিনীত দ্বিতীয় ছবি ‘জ্যাকপট’। সানির অভিনয় কেরিয়ারে এই ছবি নতুনমাত্রা যোগ করবে বলে আসা করা হচ্ছে। এর অন্যতম কারণ হলো ‘জ্যাকপট’-এ সানির বিপরীতে রয়েছেন নাসিরুদ্দিন শাহ।

সানি লিওন বলেন, পর্নোফিল্ম থেকে অভিনয় করতে আসা মানেই কেবল শরীর নয়, দর্শকের কাছে অনুরোধ করছি, আমার শরীর নয়, অভিনয় দেখুন। এ ছবিতে অনেক পরিশ্রম করেছি আমি।

বিগ বস রিয়্যালিটি শো দিয়ে ভারতের মাটিতে পা রাখেন সানি। তারপর পূজা ভাট পরিচালিত ‘জিসম টু’-তে প্রথম অভিনয় করেন। ‘জিসম টু’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও সানির জনপ্রিয়তায় ভাটা পড়েনি। ডাক পড়ে বেশ কয়েকটি ভাল ছবিতে অভিনয় করার। এরমধ্যে রয়েছে একতা কাপুরের ‘রাগিনি এমএমএস টু’ আর কাইজাদ গুস্তাদের ‘জ্যাকপট’।

‘জ্যাকপট’ ছবিটি একটি থ্রিলার ছবি৷ ছবিতে নাসিরুদ্দিন শাহ ছাড়াও শচীনকে। ছবিটি নিয়ে বেশ আশাবাদী সানি লিওন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here