শতাব্দীর সবচেয়ে বড় হীরাটির মূল্য কত?বাংলা প্রেস, নিউ ইয়র্ক থেকে : শতাব্দীর সবচেয়ে বড় হীরা আবিষ্কারের পর দশদিন পেরিয়ে গেলেও সেটার মূল্য নির্ধারণ করা যায়নি।

কানাডার লুকারা খনি কোম্পানি ও ডায়মন্ড করপোরেশন বতসোয়ানার খনিতে পাওয়া ১,১১১ ক্যারেট ওজনের এ হীরক খন্ডটির মূল্যএখনও নির্ধারণ করতে পারেনি।

হীরাটির মূল্য ছয় কোটি মার্কিন ডলারের বেশি হবে বলে খবর পাওয়া গেলেও লুকারার প্রধান নির্বাহী উইলিয়াম লাম্ব বলছেন, এর দাম কত হবে তা এখনই বলা যাচ্ছে না। হীরাটি এপর্যন্ত উদ্ধার পাওয়া দ্বিতীয় বৃহত্তম হীরকখ এবং ১৯০৫ সালের পর আবিষ্কার হওয়া সবচেয়ে বড় হীরা।

৩,১০৬ ক্যারেট ওজনের সবচেয়ে বড় হীরা ‘কলিনান ডায়ম ‘ ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকার একটি খনি থেকে পাওয়া যায়। সেটিকে ৯ টুকরা করা হয় এবং এর বেশিরভাগই রয়েছে ব্রিটেনের রাজমুকুটে।

লুকারার প্রধান নির্বাহী উইলিয়াম লাম্ব সিএনএনকে বলেন, “মূল্য নির্ধারণের জন্য আরও সময় প্রয়োজন। এখনও কোম্পানি হীরাটির দাম সম্পর্কে কোনো ধারণা করতে পারেনি।” তিনি আরও বলেন,”শুধু ওজনের ভিত্তিতে হীরার দাম নির্ধারণ হয় না। বরং ক্রেতাদের আগ্রহের ভিত্তিতে মূল্য নির্ধারিত হয়।”

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here