জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: টেকনিক্যাল বেতন স্কেলসহ পদ মর্যাদা, ভ্রমন ভাতা, ঝুঁকি ভাতা, মূল বেতন স্কেলের ৩০%, প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য ১ জন করে স্বাস্থ্য সহকারী নিয়োগসহ ৪ দফা মেনে নেওয়ার দাবীতে লক্ষ্মীপুরে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলায় ৩ শতাধিক স্বাস্থ্য সহকারী সোমবার সকালে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেন। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, সদর উপজেলা শাখার আহবায়ক আনোয়ার হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জামাল উদ্দিন, সদস্য মোবারক হোসেন, ইস্রাফিল, মোঃ ফিরোজ, ইসমাইল হোসেন, কামরুল ইসলাম, দিদারুল ইসলাম, গিয়াস উদ্দিন ফরহাদ, সাহাব উদ্দিন, কামাল হোসেন প্রমুখ।

বক্তারা তাদের দাবী মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। এ ছাড়া তাদের দাবী মেনে না নেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলতে থাকবে বলেও জানান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here