ফেনী: শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ফেনীর বৃহত্তম স্বর্ণ দোকান আবেদীন জুয়েলার্স থেকে প্রায় ১০০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শনিবার সন্ধ্যা ৭ টায় ফেনী শহরের ট্রাংক রোডে এ ঘটনা ঘটে।

এসময় পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ভয়ে আতঙ্কে দিকবিদিক ছুটাছুটি শুরু করে লোকজন।

স্থানীয়রা জানায়, সন্ধ্যা পৌনে ৬টা থেকে ৭ টা পর্যন্ত ফেনী প্রেস ক্লাবের সামনে টানা শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে আবেদীন জুয়েলার্স থেকে প্রায় ১০০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী আবুল খায়ের জানান, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে ফেনী প্রেস ক্লাবসহ আশ-পাশের এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। মানুষ দিকবিদিক ছুটাছুটি করতে থাকে। কিছুক্ষণ পর শোনা যায় আবেদীন জুয়েলার্সে লুটপাট হয়েছে।

আবেদীন জুয়েলার্সের সত্ত্বাধিকারী জয়নাল আবেদীন বিস্তারিত কিছু জানাতে না পারলেও প্রাথমিকভাবে ধারণা করছেন শতভরি স্বর্ণ লুট হয়েছে। তবে পরিমাণ আরো বাড়তে পারে।

প্রসঙ্গত, এর আগে গত বুধবার শহরের ন্যাশনাল জুয়েলার্স থেকে ৩ কোটি টাকার স্বর্ণ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here