নয়া দিল্লি: টেস্ট অভিষেকের দু’বছর আগে ১৯৮৭ সালে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে এক প্রদর্শনী ম্যাচে ইমরান খানের পাকিস্তানের হয়ে ফিল্ডিং করেছিলেন শচিন৷

তারিখটা ছিল ২০ জানুয়ারি, ১৯৮৭৷ ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া বা সিসিআইয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত সেই ৪০ ওভারের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান৷ পাঁচ টেস্টের সেই সিরিজই ছিল গাভাসকরের খেলা শেষ টেস্ট সিরিজ৷ সেই সিরিজেই বেঙ্গালুরুতে শেষ টেস্টে গাভাসকরের ব্যাট থেকে এসেছিল অবিস্মরণীয় ৯৬, ভারত অবশ্য জেতেনি৷

তখনও ১৪ বছর বয়স হয়নি শচিনের৷ শচিনের বাল্যকালের বন্ধু এবং এখন বোর্ডের আম্পায়ার মার্কাস কুটো বলছেন, ‘পাকিস্তান টিমের কয়েকজন ফিল্ডিং করার সময় বিশ্রাম চাওয়ায় স্থানীয় কারও ফিল্ডিং করার দরকার ছিল৷ দু’জন স্থানীয় ছেলে তখন সেখানে ছিল৷ খুসরু ভাসানিয়া ও শচিন তেন্ডুলকর৷’ হেমন্ত কেঙ্করে তখন সেখানে ছিলেন৷ তাকে শচিন সোজাসুজি মারাঠিতে বলেন, ‘আমি কি মাঠে যেতে পারি?’ উত্তর পাওয়ার আগেই মাঠে নেমে পড়েন শচিন৷ শচিন সেই ম্যাচে মাঠে ফিল্ডিং করেন৷ একটা উঁচু ক্যাচ ধরার জন্য চেষ্টাও করেছিলেন৷ বল তার সামনে পড়ায় হতাশও হয়েছিলেন৷ হেমন্ত কেঙ্করের কথায়, ‘অসম্ভহ উৎসাহ ছিল ওর মধ্যে৷ যে ভাবে হোক মাঠে নামতে চেয়েছিল৷’

সেই ম্যাচের কথা মনে করতে পারেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভরত অরুণ৷ বলেছেন, ‘ঠিক কোন দু’জন পাকিস্তানের হয়ে ফিল্ডিং করেছিল, মনে ছিল না৷ কিন্ত্ত পরে আমাদের বলা হয়েছিল, দু’জন ভারতীয় পাকিস্তানের হয়ে খেলেছিল৷ তাদের মধ্যে একজনের নাম শচিন, যাকে মুম্বাইয়ের ক্রিকেটমহল খুব প্রতিভাবান মনে করছে৷’ সূত্র: সংবাদ সংস্থা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here