ঢাকা: আপনি কি খেয়াল করেছেন গুগলের লোগোতে পরিবর্তন করা হয়েছে। না করার সম্ভাবনাই বেশি, কারণ নতুন লোগো আর পুরনো লোগোর মাঝে ফারাক এতো সূক্ষ্ণ যে খুব তীক্ষ্ণভাবে না দেখলে আপনি সেটা ধরতেও পারবেন না।

নতুন লোগোতে গুগলের দ্বিতীয় g এবং l এর অবস্থান এক পিক্সেল করে ডানপাশে সরেছে। এছাড়াও l এর উচ্চতাও এক পিক্সেল কমানো হয়েছে।

গত সপ্তাহে এই পরিবর্তনটা করা হলেও গুগলের পক্ষ থেকে কোন প্রকার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। তাছাড়া পরিবর্তনটা খুব সূক্ষ্ম হওয়ায় সাধারণ ব্যবহারকারীদের চোখ এড়িয়ে যায়। তবে রেডিট ব্যবহারকারীরা এই পরিবর্তন ধরে ফেলে। এর পরই অনলাইনে বেশ সাড়া ফেলে বিষয়টি।

এ সম্পর্কে গুগলের এক মুখপাত্র জানান, ছোট বড় সব ধরনের স্ক্রিনের সঙ্গে গুগলের হোমপেজকে সামঞ্জস্যপূর্ণ করতেই এই পরিবর্তনটা আনা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here