জেসমিন বাপ্পি, চট্টগ্রাম থেকে ::

২৬মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের সহযোগিতায় খান ফাউন্ডেশন আয়োজিত লোহাগাড়া’র চুনতির সীরাত ময়দানে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা দিনব্যাপী বিনামূল্যে এক চক্ষুক্যাম্প অনুষ্ঠিত হয়।

উক্ত ক্যাম্পে এলাকার সুবিধা বঞ্চিত ১২০০ (এক হাজার দুইশত) জন রোগীকে বিভিন্ন চক্ষু রোগের চিকিৎসাসেবা প্রদান করা হয়। এদের মধ্যে ১২৪জন রোগীকে ছানি অপারেশনের জন্য সনাক্ত করা হয় এবং পর্যায়ক্রমে চট্টগ্রাম লায়ন্স হসপিটালে সনাক্তকারী রোগীদের অপারেশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া বিনামূল্যে ৩৩৪জন রোগীকে চশমা ও প্রায় ৭০০ রোগীকে ঔষধ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আইপিপি ও জোন চেয়ারপার্সন লায়ন লায়ন পারভীন মাহমুদ এফসিএ, এমজেএফ, রিজিওন চেয়ারপার্সন লায়ন জাহানার বেগম, রিজিওন চেয়ারপার্সন লায়ন স্বপন কুমার বিশ্বাস, ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন জামাল উদ্দিন, ক্লাব ডিরেক্টর লায়ন সুরাইয়া জান্নাত এফসিএ, সদস্য লায়ন সিজারুল ইসলাম, সিএলএফ’র ডাক্তার, খান ফাউন্ডেশনের উর্ধ্বতন কর্মকর্তা, স্বেচ্ছাসেবকসহ স্থানীয় বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here