জেসমিন বাপ্পী :: লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট ও লিও ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের উদ্যোগে গত ১৬ অক্টোবর চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশন ও ফুটপাতে থাকা সাধারণ মানুষের মাঝে করোনা ভাইরাস ও ডেঙ্গু সচেতনতা বিষয়ক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় তাদের মাঝে মশারি, সাবান ও মাস্ক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫-বি৪ এর মাননীয় জেলা গভর্নর লায়ন ডাঃ সুকান্ত ভট্টাচার্য্য এমজেএফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন আল-সাদাত দোভাষ,২য় ভাইস জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, জেলা কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, রিজিওন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন আবু মোরশেদ, রিজিওন চেয়ারপার্সন লায়ন জাহানারা বেগম, ক্লাব সচিব লায়ন আবেদা বেগম, লিও ক্লাব এডভাইজার লায়ন আসিফ চৌধুরী লিমন, লিও জেলা ৩১৫-বি৪ জেলা সচিব লিও জাহিদ হাসান আজাদ প্রিমন, লিও ক্লাব পারিজাত এলিটের সভাপতি লিও খাবির উদ্দিন প্রভাত, ক্লাব ডিরেক্টর লিও রাসেল চৌধুরী, ক্লাব সহসভাপতি লিও মরিয়ম কোরাশি, সহসভাপতি মোঃ রেজাউল করিম ইফতি, লিও চিরঞ্জিত, লিও হানিফ, লিও তানিয়া, লিও পিয়েল বড়ুয়া প্রমুখ।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here