লালমনিরহাটে ভারতীয় কসমেটিক ও গরু জব্দআসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধি :: বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ করেছে।

মঙ্গলবার বিকালে সদর উপজেলার বড়বাড়ি ও পাটগ্রামের বুড়িমারীতে পৃথক অভিযানে এসব ভারতীয় পন্য জব্দ করে বিজিবি।

বিজিবি’র পরিচালকের কার্যালয় সুত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে কুলাঘাট বিওপি বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর গাড়ী তল্লাশি করে ভারতীয় কসমেটিক জব্দ করা হয়।

কসমেটিকের মধ্যে ছিল ফেয়ার এন্ড হ্যান্ডসাম ৩০ পিছ, মেডিসিলিক ক্রীম ৬০০ পিছ, পন্ডস পাউডার ২০০ পিছ, জনসন সাবান ২৬০ পিছ, জনসন বেবী সোপ ৪৭০ পিছ এবং মারগো সোপ ১৩ পিছ।

এছাড়াও পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ৮৪৩/১-নং পিলারের আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাস্টারপাড়া নামক স্থান থেকে দুইটি ভারতীয় গরু আটক করে বুড়িমারী বিওপি’র বিজিবি সদস্যরা।

জব্দকৃত এসব ভারতীয় পন্যের আনুমানিক মূল্য ২লাখ ২৫ হাজার ২৮০টাকা। জব্দকৃত মালামাল কাষ্টমস্ অফিসে জমা করা হয়েছে।

বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here