এস.কে. আরিফুজ্জামান আরিফ

“লাভ মেকিং”

-এস.কে. আরিফুজ্জামান আরিফ

আমি রং দেখেনি,
দেখিনি সূর্যের আলোয় দিপ্তীয়মান হয়ে থাকা ভরদুপুরে রাস্তার উপরে মরিচিকা কাঁপানো দপদপে স্ফুলিঙ্গন।
দেখেছি তোমার চোখ,
কিভাবে ভরা নদীতে এক পশলা বৃষ্টিতে মাছের সাথে সকল শেওলার
আলিঙ্গন।

আমি প্রভাত দেখেনি,
দেখেনি শীতের সকালে ঘন কুয়াশায় ঘাসের উপর শিশির বিন্দু কিভাবে মত্তহারা হয়ে চেয়ে থাকে।
দেখেছি তোমায়,
কল্পনায় স্বশরীরে কামনার রস গোসলের পরে তোমার ভেজা চুলের ডগা বেয়ে পড়তে থাকে।

আমি পায়নি কোন সুস্বাদু সদ্য রান্না করা কোন বিরিয়ানি বা পোলাও এর ঘ্রাণ।
আমি পেয়েছি,
তোমার আলতো নগ্ন শরীরের হালাল কাঁচা মাংস পিণ্ডের গন্ধ যা আমাকে করে রাখবে
অম্লান।

“জানো এটা হয়তো ভালবাসা
আসো তুমি আর আমি জয় করি আছে যত হতাশা”।

 

লেখক: শিক্ষার্থী, অনার্স ৩য় বর্ষ (ইতিহাস), ঢাকা কলেজ।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here