জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার উদ্যোগে পবিত্র খতমে বুখারী উপলক্ষ্যে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে শহরের মাদ্রাসা ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ এ কে এম আবদুল্যাহর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে আলোচনা করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতীব আওলাদে রাসূল (সাঃ) মাওঃ আল্লামা সাইয়্যেদ মুহাম্মদ আন্ওয়ার হোছাইন তাহের জাবিরী আল্-মাদানী।

বিশেষ মেহমান হিসেবে আলোচনা করেন, দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মুহাম্মদ নেছার উদ্দিন, নোয়াখালী ইসলামী আলিম মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওঃ মুহাম্মদ আবদুল হান্নান, দারুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ মুহাম্মদ ইসমাইল, মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওঃ মুহাম্মদ আবু তাহের, মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ মো. শামছুল ইসলাম, মাওঃ মহি উদ্দীন মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও মাদ্রাসার পৃষ্ঠপোষক মোহাম্মদ উল্যাহ, জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাসুম ভূঁইয়া, মাদ্রাসার গভনিং বডির সদস্য মো. নজরুল ইসলাম ভূলু প্রমুখ।

আলোচনার শুরুতে পবিত্র খতমে বুখারীতে অংশ গ্রহণ কারী শিক্ষক ও ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দেন প্রধান মেহমান আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল (সাঃ) মাওঃ আল্লামা সাইয়্যেদ মুহাম্মদ আন্ওয়ার হোছাইন তাহের জাবিরী আল্-মাদানী।

আলোচনা শেষে মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। পবিত্র খতমে বুখারী উপলক্ষ্যে ওয়াজ ও দোয়ার মাহফিলে জেলার ধর্মপ্রাণ মুসলমানেরা অংশ গ্রহণ করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here