স্টাফ রিপোর্টার :: অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন “লক্ষ্মীপুর আমার অহংকার” গ্রুপের ঈদ পরবর্তী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৩জুন) বিকেলে এ উপলক্ষ্যে লক্ষ্মীপুরের কমলনগরের নাছিরগঞ্জ বাজারের তালতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন অনলাইন গ্রুপটির সদস্যগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী সোনাইমুড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কমলনগরের কৃতি সন্তান আহমেদ উল্লাহ সবুজ। বিশেষ অতিথি ছিলেন, স্বাস্থ্য কর্মকর্তা আহমেদ জসিম, পল্লী চিকিৎসক আজাদ ভুঁইয়া, বেলায়েত হোসেন মাহমুদ, তরুণ সংবাদকর্মী জুনাইদ আল হাবিব।

শিক্ষার্থী রিয়াজ মাহমুদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তরুণ জসিম উদ্দিন, অনলাইন গ্রুপের এডমিন কেএম আহসান উল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে অনলাইন গ্রুপটির দ্রুত এগিয়ে যাওয়া এবং সামাজিক কাজে সদস্যদের ভূমিকা রাখার আহবান জানানো হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে মাদক, জঙ্গিবাদ এবং ডেঙ্গু সমস্যা মোকাবেলায় সবাইকে এগিয়ে আসা উচিত। এ ছাড়াও সামাজিক সমস্যা নিয়ে সদস্যরা লেখালেখি করবে। যাতে সমাজে সচেতনতা বাড়ে।

অনুষ্ঠান শেষে ফটো প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here