লক্ষ্মীপুরে ১১টি গ্রামে ঈদ উদযাপিতজহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি:: সৌদি আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুরের ১১টি গ্রামে রবিবার ঈদ উদযাপন করে স্থানীয়রা। জেলার এসব গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লী পৃথকভাবে পৃথক স্থানে স্ব-স্ব ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন।

রবিবার সকাল ১০টায় রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও বাজারের তালিমুল কোরান নুরানী মাদ্রাসা মাঠে ঈদের নামাজের সবচাইতে বড় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আমিনুল ইসলাম।

এছাড়া একই উপজেলার জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শারশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা গ্রামসহ মোট ১১টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লী আগাম ঈদ উদযাপন করেন। এদিকে ঈদকে ঘিরে ছোটদের বিভিন্ন ধরনের খেলনা নিয়ে স্ব-স্ব স্থানে মেলা বসে।

উল্লেখ্য, মাওলানা ইসহাক (রাঃ) অনুসারী হিসেবে পবিত্র ভূমি মক্কা ও মদিনার সাথে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে এসব এলাকার মানুষ। গত ৩৫ বছর যাবত সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করছেন তারা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here