জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে সড়ক নিরাপত্তা সংক্রান্ত ট্রাফিক সচেনতনতা বিষয়ক আলোচনা সভা ও যানবাহনে লিপলেট স্থাপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শুরুতে ৪৪ জন কমিউনিটি ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে পোশাক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এ. এইচ. এম কামরুজ্জামান (পিপিএম-সেবা)।

ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মামুন আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) পংকজ দেবনাথ, পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মো. ইকবাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর নবী চৌধুরী, বাস মালিক সমিতির সভাপতি হাজী শাহজাহান ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া নিশাদ প্রমুখ।

সভায় পুলিশ সুপার ড. এ. এইচ এম কামরুজ্জামান বলেন, ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। সড়ক দুর্ঘটনায় শুধু চালককে দায়ী করলে হবে না। ট্রাফিক আইন সবাইকে মেনে চলতে হবে। ট্রাফিক পুলিশ সদস্যদের উদ্দ্যেশ্য তিনি বলেন, লক্ষ্মীপুরে মহাসড়কে কোনো প্রকার অটোরিক্সা চলতে দেয়া যাবেনা। ফিটনেস বিহীন ও মডেল আউট কোনও গাড়ি লক্ষ্মীপুর শহরে চলতে দেয়া হবে না। এসব গাড়ির বিরুদ্ধে জোরালো অভিযান চালাতে হবে। প্রতিযোগিতাপূর্ণ গাড়ি চালানো, যত্রতত্র গাড়ি দাঁড় করানো, রাস্তায় গাড়ি আড়াআড়ি দাঁড় করিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নিতে ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন পুলিশ সুপার ।

আলোচনা সভা শেষে মহাসড়কে চলাচলকারী বিভিন্ন গাড়িতে স্টীকার লাগানো এবং চালক ও যাত্রীদের সচেতনতামূলক পরামর্শ দেন পুলিশ সুপার।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here