জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরে প্রায় ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হয়েছে ক্যাম্পেইন।

শনিবার সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ক্যাম্পেইনের উদ্বোধন করেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সিভিল সার্জন ডা. মো. আব্দুল গাফ্ফার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আশফাকুর রহমান মামুন প্রমুখ।

উদ্বোধনী আয়োজনে সিভিল সার্জন ডা. মো. আব্দুল গাফ্ফার বলেন, এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আগে থেকেই জেলায় প্রচার-প্রচারণা চালানো হয়েছে। অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুকে রক্ষা করতে এই ভিটামিনের বিকল্প নেই। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ। তবে ভরা পেটে খাওয়া ভালো। যদি কোনো শিশু গত ৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে থাকে তাহলে তাকে এখন এই ক্যাপসুল খাওয়ানো যাবে না। অভিভাবকদের তাদের উপযুক্ত সন্তানদের যথা সময়ে টিকা খাওয়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি। লক্ষ্মীপুর জেলায় শনিবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের এক লাখ ওট ক্ষমতা সম্পন্ন ভিটামিন খাওয়ানো হচ্ছে। পাশাপাশি ১২ থেকে ৫৯ বয়সের শিশুকে লাল রঙের দুই লাখ ওট ক্ষমতা সম্পন্ন ভিটামিন খাওয়ানো হচ্ছে।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here