bagerhatfakirhat-photo5-1-2013doc.thumbnailজহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি::  লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের লক্ষ্মীপুর জেলা কারাগার এলাকায় একটি মালবাহী পিকআপে ভ্যানে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হয়ে আহত পিকআপ চালক কামাল হোসেন মঙ্গলবার ভোররাতে ঢাকা নেয়ার পথে মারা গেছেন বলে জানিয়েছেন লক্ষ্মীপুরের এএসপি সার্কেল (সদর) নাসিম মিয়া।
বোমা হামলায় অগ্নিদগ্ধ আরও ২জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কামাল সদর উপজেলার বাঞ্চানগর গ্রামের সাফায়েত উল্যার ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাত ৮ টার দিকে চৌমুহনী থেকে চাল বোঝাই একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ঢ-১৪-৪৮৬৩) লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। পিকআপ ভ্যানটি লক্ষ্মীপুর কারাগার এলাকায় এসে পৌঁছলে দুর্বৃত্তরা পিকআপ ভ্যানটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারে।

এতে পিকআপ ভ্যান চালকসহ তিনজন দগ্ধ হন। বোমা হামলায় অগ্নিদগ্ধ পিকআপ ভ্যান চালক কামাল হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা প্রেরনের পরামর্শ দেন চিকিৎসকরা। পরে তাকে ঢাকা নেয়ার পথে ভোররাতে চালক কামাল হোসেনের মৃত্যু হয়। আহত জুয়েল ও মিলন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা বাসিন্দা।

আহতদের দেখতে হাসপাতালে তাৎক্ষণিক ছুটে যান লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। হাসপাতালে তিনি সংবাদিকদের বলেন, হতরতাল-অবরোধের নামে যারা পেট্রোল বোমামেরে মানুষ হত্যা করছে তাদেরকে ছাড় দেয়া হবেনা। তাদের গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here