জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: আগামী ১১ জানুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে লক্ষ্মীপুরে সংবাদকর্মীদের নিয়ে অবহিতকরণ সভা করা হয়েছে। ওই দিন লক্ষ্মীপুরে প্রায় ৩ লাখ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সোমবার সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. আব্দুল গাফ্‌ফার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. নিজাম উদ্দিন ও সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রাম অফিসার মাহবুবুল হক মাসুম প্রমুখ।

এ সময় সিভিল সার্জন ডা. মো. আব্দুল গাফ্‌ফার বলেন, আগামী ১১ জানুয়ারি শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাসের শিশুদের নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাসের শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ সময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রক্সি মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here