জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরের রায়পুরে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে পৌর শহরের হালিমা মাদরাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- একই এলাকার নজরুল ইসলামের মেয়ে সুমাইয়া আক্তার ও মিজানের মেয়ে মিম আক্তার। তারা দুজনই হালিমা মাদরাসার দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

মিজান ময়মনসিংহের বাসিন্দা ও নজরুল রায়পুরের উত্তর চরবংশী ইউপির বাসিন্দা। তারা পরিবার নিয়ে এখানে ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় কাউন্সিলর নাজমুল কাদের গুলজার বলেন, হালিমা মাদরাসার সঙ্গে খোলা মাঠে প্রতিবেশী আরো শিশুসহ সুমাইয়া ও মিম খেলা করছিল। খেলার সময় সুমাইয়ার পায়ে কাদা লাগলে পা পরিষ্কার করতে মাদরাসার পাশের ডোবায় যায়। এ সময় পা পিছলে সে পানিতে পড়ে যায়। ডোবার পাশে দাঁড়িয়ে থাকা মিম তাকে উদ্ধার করতে গেলে সেও পড়ে যায়।

পরে অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা সুমাইয়া ও মিমকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলেও জানান তিনি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

এছাড়া প্রাথমিক তদন্তেও দুই শিশুর মৃত্যু দুর্ঘটনা বলে প্রমাণ পাওয়া গেছে। ফলে মরদেহ দুটির ময়নাতদন্ত করা হয়নি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here