জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর ২০১৪ সালের এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা দিয়েছে জেলা প্রশাসন।

শনিবার দুপুরে স্থানীয় নছির আহম্মদ ভূঁঞা মিলনায়তনে জেলার সাড়ে ১১শত জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট ও সার্টিফিকেট দেওয়া হয় ।

এ অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলার শতভাগ পাস ও সর্বোচ্চ  জিপিএ প্রাপ্ত  স্কুল, মাদ্রাসা ও ভোকেশনাল ইনষ্টিটিউটের সেরা তিন প্রতিষ্ঠানকে ক্রেষ্ট প্রদান করা হয়। জেলার শ্রেষ্ঠ তিনটি  শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে লক্ষ্মীপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,  টুমচর ইসলামীয়া ফাজিল মাদ্রাসা ও লক্ষ্মীপুর টেক্‌্রটাইল ভোকেশনাল ইনষ্টিটিউট।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কেএম টিপু সুলতান, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল আলীম, লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের প্রমূখ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here