লক্ষ্মীপুরে কলেজ ছাত্র দীপ্ত হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি:: লক্ষ্মীপুরে কলেজ ছাত্র দীপ্ত পাল হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এসময় প্রত্যেক আসামীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

বুধবার দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নজমুল হুদা তালুকদার এ রায় দেন। এর আগে লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদী গ্রামে ২০১১ সালে ডাকাতি কালে দীপ্তকে গুলি করে হত্যা করে ডাকাতরা। রায়ের সময়ে আদালতে ৫ জন আসামী উপসি’ত ছিলেন। অন্যরা পলাতক রয়েছে।

সাজাপ্রাপ্তদের মধ্যে আদালতে উপস্থিত ছিল কামরুল, জাহাঙ্গীর, সাইফুল ইসলাম সুমন, অহিদুর রহমান ও কামাল হোসেন।

আদালত সুত্রে জানা যায়, ২০১১ সালের জুলাই মাসের ২ তারিখ রাতে সদর উপজেলার মধ্য হামছাদী গ্রামে ডাকাতিকালে লক্ষ্মীপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র দীপ্ত পালকে গুলি করে হত্যা করে ডাকাতদল। এ ঘটনার পর দিন নিহতের বাবা কার্তিক পাল বাদী হয়ে থানায় মামলা করেন।

পুলিশ ২০১৩ সালের মার্চের ৩ তারিখে ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। এর মধ্যে অভিযুক্তদের মধ্যে সুজন নামের একজন মারা যান।

আদালত ২২ জনের স্বাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানী শেষে ১৪ জনের যাবজ্জীবন কারাদন্ডের রায় দেন।

লক্ষ্মীপুর জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসেকিউটর (এ পি পি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে মামলার বাদী এ রায়ের অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here