জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ৩০-৪০ বছর বয়সী ওই যুবক সদর উপজেলার বাসিন্দা। বুধবার রাতে জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফফার এ তথ্য নিশ্চিত করেন।

এদিন জেলার মোট ৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে একজনের পজিটিভ ও বাকী তিনজনের ফলাফল নেগেটিভ আসে। এনিয়ে জেলায় সর্বমোট করোনায় আক্রান্ত ২৭ জন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে জেলার রামগঞ্জ উপজেলায় ১৫ জন, সদর উপজেলায় আট জন, কমলনগরে তিনজন ও রামগতিতে একজন।

জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফফার জানান, জেলাতে গত ২৪ ঘন্টায় করোনা সন্দেহে ১৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট সংগ্রহকৃত নমুনার সংখ্যা ৭৯৭ জন। নমুনাগুলো চট্টগ্রামের বিআইটিআইডিতে প্রেরণ করা হয়। সেখান থেকে এ পর্যন্ত ৩৬৩ জনের ফলাফল জেলা স্বাস্থ্য বিভাগের কাছে আসে। প্রাপ্ত ফলাফলে ৩৩৬ জন নেগেটিভ এবং ২৭ জন পজিটিভ। বাকী ৪৩৪ জনের নমুনা ফলাফলের অপেক্ষায় রয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here