এসডিজিজহিরুল ইসলমা শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি:: লক্ষ্মীপুরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে স্থানীয়করণ, বিনিয়োগ পরিকল্পনা এবং ব্যক্তি পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলা প্রশাকসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাকসক অঞ্জন চন্দ্র পাল। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মীর শওকত হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, কমলনগর উপজেলা চেয়ারম্যান এডভোকেট সৈয়দ মো. সামছুল আলম, রামগতি পৌর মেয়র এস এম মেজবাহ উদ্দিন মেজু, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো, আব্দুল বাছেত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বেলাল আহম্মদসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় জেলা পর্যায়ে টেকসই উন্নয়ন (এসডিজি) অর্জনে স্থানীয়করণ, বিনিয়োগ, পরিকল্পনা এবং ব্যক্তি পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ের উপর দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here