ডেস্ক রিপোর্ট:: কোভিড-১৯ বিস্তাররোধে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার (২৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

আরও এক সপ্তাহ লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি হলে আগামী ৫ মে পর্যন্ত এই লকডাউন বহাল থাকবে। এই সময়ে গণপরিবহন বন্ধ থাকবে নাকি খুলে দেয়া হবে তা এখনো নিশ্চিত করা হয়নি। প্রজ্ঞাপন জারির পরেই জানা যাবে গণপরিবহন খুলবে নাকি বন্ধ থাকবে।

তবে ধারণা করা হচ্ছে, এই সময়ে আগের মতই সব গণপরিবহন বন্ধ থাকবে। তবে ব্যক্তিগত গাড়ি-ঘোড়া চলাচল করবে।

এদিকে, সভায় রাজধানীতে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। সেই মেয়াদ শেষ হয় গত বুধবার (২১ এপ্রিল) মধ্যরাতে। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here