একেএম শহীদুল হকস্টাফ রিপোর্টার :: বাংলাদেশে কক্সবাজার এলাকায় রোহিঙ্গাদের জন্য নির্ধারিত আশ্রয় শিবিরের বাইরে বেরুলে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন, পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক।

বাংলাদেশে গত তিন সপ্তাহে চার লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

এই বিপুল সংখ্যক রোহিঙ্গাদের অনেকে তাদের জন্য নির্ধারিত থাকার জায়গার বাইরে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করছেন স্থানীয়রা।

কিন্তু এখন থেকে ক্যাম্পে থাকা রোহিঙ্গারা আশ্রয় শিবিরের বাইরে বেরুলে তাদের গ্রেপ্তার করা হবে।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, এ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গা থেকে ২০০ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকায় এক সংবাদ সম্মেলনে একেএম শহীদুল হক জানিয়েছেন, রোহিঙ্গারা সঠিকভাবে তালিকাভুক্ত না হলে শরণার্থী হিসেবে তারা কোন সুযোগসুবিধা পাবেন না।

ফলে এই উদ্যোগের পেছনে অন্যতম উদ্দেশ্য হলো রোহিঙ্গাদের পূর্ণাঙ্গ তালিকা করা।

এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের যারাই সাহায্য করতে চান কিংবা ত্রাণ পাঠাতে চান, সেটি সরকারের মাধ্যমে করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক।

এর আগে রাখাইন থেকে পালিয়ে যেসব রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের বাড়ি ভাড়া দেয়া যাবে না ও পরিবহনে তোলা যাবে না বলে শনিবার এক নির্দেশনা জারি করে পুলিশ।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here