তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ বেশ কয়েকটি দাবিতে চট্টগ্রাম অভিমুখে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের দুই দিনব্যাপী রোডমার্চ শুরু হচ্ছে রোববার। বিরোধী দল ঘোষিত রোডমার্চ কর্মসূচির চতুর্থ ও শেষ রোডমার্চ এটি।

এর আগে বিএনপি সিলেট অভিমুখে ১০ অক্টোবর প্রথম রোডমার্চ, ২৫ ও ২৬ অক্টোবর উত্তরাঞ্চল অভিমুখে দ্বিতীয় রোডমার্চ এবং ২৭ ও ২৮ নভেম্বর খুলনা অভিমুখে তৃতীয় রোডমার্চ করে বিএনপি।

দলীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টায় ঢাকা থেকে রোডমার্চ শুরু হবে। কুমিল্লার চান্দিনা ও সদরে পথসভা হবে। ওই দিনই বিকেলে ফেনীতে প্রথম জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

সোমবার রাতেই সকালে ফেনী থেকে চট্টগ্রামে অভিমুখে দ্বিতীয় দিনের মতো রোডমার্চ কর্মসূচি শুরু হবে। ওই দিন বেলা দুইটায় বিরোধীদলীয় নেতা চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য দেবেন।

রোডমার্চ ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটিই হবে সর্বকালের সর্ববৃহৎ রোডমার্চ। এই রোডমার্চে বাধা দিলে পরিণতি ভয়াবহ হবে।

রোডমার্চে ঢাকা থেকে চার হাজার গাড়ি যোগ দেবে উল্লেখ করে খোকা বলেন, ‘এ আয়োজনে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে আরো দুই হাজার গাড়ি যোগ দেবে। চট্টগ্রাম পর্যন্ত সর্বসাকুল্যে ৬ হাজার গাড়ি থাকবে বলে আশা করছি আমরা।’

চট্টগ্রামের রোডমার্চ সফল করার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here