রোগ খুঁজে দেবে অন্তর্বাসডেস্ক নিউজ :: শুধুমাত্র একটি অন্তর্বাস কিংবা বিশেষ টি শার্ট পড়লেই অহরহ হাসপাতালে যাওয়া বন্ধ করা যাবে শুনলে অনেকেই অবাক হবেন!

কিন্তু বাস্তবে ব্যক্তির শারীরিক অবস্থা নির্ণয়ে সক্ষম বিশেষ অন্তর্বাস এবং টি শার্ট বানাতে কাজ করছে একাধিক প্রতিষ্ঠান। যার মধ্যে রয়েছে স্মার্টলাইফ, সার্কিট এক্স, ওহমাটেক্স প্রমুখ।
ইতিমধ্যে রুপো এবং বিশেষ ‘পরিবাহী’ সুতা দিয়ে বানানো এই অন্তর্বাস এবং টি শার্ট শরীরের ইলেকট্রোকার্ডিওগ্রামস (ইসিজি) এবং ইলেকট্রোমায়োগ্রামস (ইএমজি)-এর মতো বৈদ্যুতিক সংকেত শনাক্ত করতে সেন্সর হিসেবে কাজ করবে।

এর ফলে হৃৎস্পন্দন এবং শরীরের বিভিন্ন পেশির কার্যক্রম সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
এই ব্রা বা টি শার্ট পড়ে যে কোনও ব্যক্তি স্মার্টফোন বা ট্যাবলেটে অ্যাপের মাধ্যমে এই সংকেতগুলি থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন। এভাবে পাওয়া তথ্য ডাক্তার বা অন্য কোনও তৃতীয় পক্ষের কাছেও পাঠানো যাবে।
বিশেষ এই ব্রা নির্মাতা প্রতিষ্ঠানগুলির অন্যতম স্মার্টলাইফের সিইও অ্যান্ডি বেকার জানিয়েছেন, “হাসপাতালের ওয়ার্ডে ২০ জন রোগীকে এই টি শার্ট পড়ানোর মাধ্যমে ডাক্তার তার আইপ্যাডের মতো ডিভাইসে একই সঙ্গে ২০ জনের হার্টবিট দেখতে পারবেন।”

আগামী ২০১৭ সালের মধ্যে এই ধরণের পোশাক বিশ্বের বাজারে চলে আসবে বলেই জানিয়েছেন তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here