সেলাইমেশিন

-রোকেয়া ইসলাম

টিভি দেখতে ইচ্ছে হচ্ছে না। ফেসবুকে বসার অদম্য ইচ্ছাও চাগিয়ে উঠছে না। এতোবার স্ট্যাটাস দেবার পরও ইনবক্স ভরে যায় না না রকম ভীতিকর ছবি ও খবরে মনটা সিটিয়ে থাকে সারাক্ষণ।
ফাঁকা রাস্তায় চোখ যায় পারুলের। সামনের মার্কেটের দোকানের সাটার সেঁটে দাঁড়িয়ে আছে এক তরূণী। মেজাজ বিগড়ে যায়। এই সঙ্গ -নিরোধ কালেও শরীর বেঁচতে হবে।
গেটে তালা দেয়া আছে তাই কথা বলছে। এ ধরনের মেয়েদের সাথে কোন বলেছে জানতে পারলে বাসায় ফাটাফাটি হবে। গ্রীলে মাথা ঠেকিয়ে একটু জোরে ডাক দেয়।

-এখানে না দাঁড়িয়ে বাসায় যাও। বেঁচে থাকলে ব্যবসা করো।

-গারমিন্সে চাকরি করি।মালিক আইতে কইছে । আইছি। অহন বাসায় ঢুকতে দেয় না বাড়িওয়ালা।
সরে আসে পারুল।

 

 

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here