রোকেয়া ইসলাম

প্রতিশোধের প্রগাঢ় আইসোলেশন

রোকেয়া ইসলাম

সবুজ বার্তা পেয়ে সমুদ্রের হয়েছে
ডলফিন, কাঁকড়া বা কচ্ছপেরা
গোলাপী, লাল আর কালো আবরণে
যে যার আবীর বেছে নিয়েছে।

দল বেঁধে আসা যাওয়ার সৈকতে
বংশধর বিছিয়ে দেয় নিপুন দক্ষতায়
নির্বিঘ্ন ভূমিতে আনন্দ উল্লাসে
ভয়হীন চোখ নতুন পৃথিবীর চিত্রাঙ্কন
চিরায়ত নৈঋতে।

ঝাউয়ের শাখায় শাখায় ধ্রুপদী নৃত্য
প্রাচীন বৃক্ষেরাও আজ সঙ্গ সঙ্গীতে মত্ত
নবীনেরাও মাথা তোলে ঐক্যতানে
দুষনের নদীগুলো ভুলে গেছে-
নগর, নাগরিক ধর্তব্য।

পুরোনো ব্যথা আর অপমানের প্রগাঢ় কান্নায়
আকাশে আজ নেই অবরুদ্ধ কালো নেকাব
অভিমান ভুলে প্রিয় নীল চোখ দেখে
আজ অনুপস্থিত শুনশান দঙ্গল-
অনুপস্থিত জাগতিক অন্যায়।

পূর্ণ তেজে সূর্য মোহনীয় পূর্ণিমা
সমুদ্র তার সবটুকু সম্ভার নিয়ে আমাদের ছিল
নদী আর বৃক্ষেরা দেবী অন্নপূর্ণা
মেঘ আর রোদের সাথে সূর্য চন্দ্রের মিতালি
আকাশ ছিল আমাদের প্রেম, আকাশের গায়ে নীল জামা।

রোদ যৌবন আর বৃষ্টিই ভরসা
তবে সপ্তর্ষি মন্ডলের যুদ্ধাস্ত্র তাক কেন?
অণুজীব ফিরে যাও
পরম প্রিয় গ্রহের রন্ধ্রে রন্ধ্রে শ্লোগান-
এই নয় শেষ, বেঁচে থাকার হাপিত্যেশ…

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here