জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন হতে ভিডিও কনফারেন্সিংর মাধ্যমে দেশের সাতটি জেলা ও ২৩টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন এর শুভ উদ্বোধন করেন। এর মধ্যে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা ঘোষনা করা হয়।

এ উপলক্ষ্যে বুধবার সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সিভিল সার্জন ডা. আবদুল গফফার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, পল্লী বিদ্যুতের জিএম মো. আবু তাহের, রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর মেয়র ইসমাইল হোসেন খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক প্রমুখ।

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতের জিএম মো. আবু তাহের জানান, রায়পুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়নে ৬০টি গ্রাম রয়েছে। এতে ১৯৫ কোটি টাকা ব্যয়ে ১২৯৬ কিঃ মিঃ লাইন নির্মাণ করা হয়। এ ছাড়া ২৫ এমভিএ উপকেন্দ্র ক্ষমতা সম্পন্ন ২টি উপকেন্দ্রের মাধ্যমে ৮২, ৫২০টি সংযোগ প্রদান করা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here