গৃহকর্মী গ্রেফতার সুকান্ত মজুমদার, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:: লক্ষ্মীপুরের রায়পুরে গভীর রাতে নুর নবি (৩৮) নামের এক ডেকোরেটর ব্যাবসায়ীকে হাত পা বেঁধে গলা কেটে হত্যার ঘটনার প্রায় ১ মাস পর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হত্যার সাথে জড়িত প্রধান আসামী বাড়ীওয়ালার গৃহকর্মী আঁখি খাতুন (১৯) কে গ্রেফতার করা হয়েছে।

সে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার পূর্ব দিঘলী লালমিয়া দরবেশ বাড়ীর ইটভাটার শ্রমিক তোতা মিয়ার মেয়ে। অনৈতিক সম্পর্ক ও আর্থিক লেনদেনে ক্ষুব্দ হয়ে তিন সহযোগীকে নিয়ে এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান। এ মামলায় আঁখি খাতুনসহ সেলুন মালিক বাবুল শিল ও কর্মচারী ইব্রাহিম বর্তমানে কারাবন্দি রয়েছেন।

উল্লেখ্য গত ৬ জুলাই রাতে রায়পুর -চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে রায়পুর শহরের মোহাম্মদীয়া হোটেল সংলগ্ন আমিন কমপ্লেক্সের মালিক সাবেক স্যানেটারি ইন্সপেক্টর শামছুদ্দিননের পরিত্যাক্ত ঘরে এ মর্মান্তিক হত্যার ঘটনা ঘটে।

রায়পুর থানার অফিসার ইনচার্জ ওসি একেএম আজিজুর রহমান মিয়া বলেন, তদন্তে গৃহকর্মী আঁখির সম্পৃক্ত থাকায় তাকে প্রধান আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তার সাথে ৩/৪ জন সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে তদন্তের স্বার্থে আসামীদের নাম বলা যাচ্ছে না। অতিশ্রীঘ্রই হত্যা কান্ডের পূর্নাঙ্গ রহস্য উন্মোচিত করা হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here